আজ, শনিবার | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৩


মাগুরার জারিয়া গ্রামের সেই শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসন

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

শুক্রবার শিশুটির গ্রামে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং  ঈদ উপহার সামগ্রী, চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী সন দায়িত্বশীল কর্মকর্তারা।

জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, পরিবারটির জন্যে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর ত্থেকে বরাদ্দকৃত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছেশিশুটির মানসিক প্রতিবন্ধী বাবাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে।

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে লালসার শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীর বিচার প্রকৃয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন এই পরিবারটির পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology