আজ, রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরার তাঁতিপাড়ায় নিজ বাড়ির ছাদ থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের তাঁতিপাড়ায় নিজ বাড়ির ছাদ থেকে কলেজ ছাত্র আমিন উদ্দিন আলামিনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য তবিবুর রহমানের ছেলে।

মাগুরা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আমিন উদ্দিন আলামিন (১৯) গত দু’দিন ধরে নিঁখোজ থাকলেও মঙ্গলবার বিকালে নিজেদের একতলা বাড়ির সিঁড়িঘরের টিনের চালের উপর তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়।

বিকালে ছাদে উঠে ঘরের পাশের গাছ থেকে আম পাড়তে গিয়ে এক প্রতিবেশি সেখানে লাশটি পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেয়া হলে রাত ৮টার দিকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানায়, ১ জুন রবিবার রাত ১০ টার দিকে মোবাইল ফোনে তাকে ডেকে বাড়ি থেকে বের করা হয়। পরে দুটি রিক্সায় করে কয়েকজন তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল আলামিন। কিন্তু বাড়ির ছাড়ে কীভাবে লাশটি পাওয়া গেলো সেটি রহস্যজনক।

আলামিনের মা আনোয়ারা খাতুন জুলেখা বলেন, চেনা এবং ঘনিষ্টদের মধ্য থেকেই ছেলেকে হত্যা করেছে। আমার একমাত্র ছেলেকে যারা মেরে ফেলেছে তাদের বিচার দেখতে চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, নিহতের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology