মাগুরা প্রতিদিন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুই সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে ১০ জন এবং মাগুরা-২ আসনে ৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
মাগুরা-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। জামায়াতে ইসলামের প্রার্থী আবদুল মতিন, জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাজিরুল ইসলাম এবং খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া গণফোরামের প্রার্থী মো. মিজানুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, গণ অধিকার পরিষদের মো. খলিলুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী শম্পা বসু মনোনয়নপত্র দাখিল করেন।
মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া। তবে মনোনয়নপত্র কিনে ফেরার পথে গ্রেপ্তার হওয়ায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
অন্যদিকে মাগুরা-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জামায়াতে ইসলামের মুশতারশেদ বিল্লাহ, জাতীয় পার্টির মশিয়ার রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামালও মনোনয়ন জমা দেন।
মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন।
প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জনা দেন।