আজ, শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:১৭


মাগুরার বলুগ্রামে শালিস বৈঠকে গ্রামের প্রধান মাতবরকে খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার বলুগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে আয়োজিত শালিস বৈঠকেই বাদশা মোল্যা (৬৫) নামে এক গ্রাম্য মাতবরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১২ টার দিকে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের বলুগ্রামের হাফিজার মোল্যার বাড়ির পাশে চৌমাথায় এই ঘটনা ঘটে।

নিহত বাদশা মোল্যা ওই গ্রামের মৃত ধলা মোল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, বলুগ্রামের খালপাড়ে ওই গ্রামের আনোয়ার হোসেন মোবাশ্বের আলী নামে এক ব্যক্তির জমি ইজারা নিয়ে পেয়ার বাগান করে। কিন্তু ইজারাকৃত ওই জমির মধ্যে ১৯ শতাংশ জমির মালিকানা নিয়ে মোবাশ্বের আলির সাথে বিরোধ চলছিলো বাদশা মোল্যার বোনের মেয়ে শিউলি খাতুনের। তারপরও জমির ইজারাগ্রহিতা আনোয়ার হোসেন বিরোধীয় ওই জমিতে ধানের আবাদ করেন। বৃহস্পতিবার আনোয়ার হোসেন আবাদকৃত ওই জমির ধান কাটতে গেলে শিউল খাতুনের লোকজন বাঁধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়। যে বিষয়টির মিমাংসা করতে শুক্রবার সকালে গ্রামে শালিস মিমাংসার আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত সামাজিক দলের মাতবরগণ উভয় পক্ষের বিরোধ মিমাংসার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যায়ে বেলা ১২টার দিকে উভয় পক্ষ নতুন করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার হোসেনের লোকজন হাতুড়ি নিয়ে গ্রামের প্রধান মাতবর বাদশা মোলার উপর হামলা করে। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত বাদশা মোল্যার পরিবার হত্যাকাণ্ডের বিচার দাবি করলেও বিরোধী পক্ষের আনোয়ার হোসেন এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করছেন।

আনোয়ার হোসেন বলেন, তারা প্রথমে আমাদের উপর সংঘবদ্ধ আক্রমন করে। এ সময় দৌঁড়তে গিয়ে বাদশা মোল্যা পড়ে গিয়ে স্টোক কিংবা হার্টএটাকে মারা গেছেন। অথচ তারা মিথ্যা প্রচার করে আমার ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলি বলেন, এ ঘটনায় বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টাও চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology