মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ অক্টোবর বিকাল ৩ টায় চাউলিয়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি বেদেনা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন বিউটি, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনেআরা খাতুন পলি, পৌর মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুপিয়া বেগম সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নেওয়াজ হালিমা আরলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।