আজ, সোমবার | ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরার শ্রীপুরে গৃহবধূ ধর্ষণ : ভিডিও উদ্ধার চেষ্টায় পুলিশ

মাগুরা প্রতিদিন ডটকম : সিগারেট চুরির মামলায় গ্রেফতার দেখানো সেই দুই যুবককে শেষ পর্যন্ত ধর্ষন মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। এর আগে ধর্ষণের শিকার গৃহবধূটি মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় নারী নির্যাতন দমন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ মামলার আসামি রবিউল এবং আনিস মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রামের ঘনিষ্টজন বলে পরিচিত।

মাগুরার চরশ্রীপুর গ্রামের কৃষক পরিবারের নববধূ মঙ্গলবার ভোরে বাবার বাড়িতে যাওয়ার পথে দুই লম্পটের লালসার শিকার হয়। শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের রবিউল এবং আনিস নামে দুই যুবক কুড়ি বছর বয়সি ওই গৃহবধূকে রাস্তা থেকে ধরে নিয়ে পাশেই শ্মশান ঘাটে নিয়ে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। কিন্তু মেয়েটির চিত্কারে এলাকাবাসি ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নির্যাতনের শিকার গৃহবধূটি জানায়, আমার ফোন দিয়েই তারা ভিডিও করেছে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় মেমোরি কার্ড এবং গলার চেইন নিয়ে যায়। পরে সংগ্রাম চেয়ারম্যান আমার চেইন ফেরত দিলেও মেমোরিকার্ড দেয়নি।

এ বিষয়ে স্থানীয় শ্রীকোল ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রামের সঙ্গে যোগাযোগ করা হলে তার কাছে ধারণকৃত ভিডিওর মেমোরি কার্ড নেই বলে দাবি করেন। তাছাড়া ঘটনার দিনে কেউ তাকে এ বিষয়ে কিছু জানায়নি বলে জানান।

নির্যাতনের শিকার গৃহবধূর দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, মেমোরি কার্ডটি উদ্ধারে সর্বতো চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া মামলাাটি দায়েরের পর বুধবার সকালেই তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে খুব তাড়াতাড়ি এ মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology