মাগুরা প্রতিদিন : ১৮ আগস্ট মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালের জন্মদিন।
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে পাশে রেখে জিকিউ গ্রুপের কর্ণধর কাজী সালিমুল হক ১৮ আগস্ট সোমবার নিজের জন্মদিনের কেক কাটছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।
কাজী সালিমুল হক কামাল ১৯৫১ সালে ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতিক নিবাস মাগুরায়। তিনি কাজী আকরামুল হকের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ ডিগ্রী অর্জন করেন।
ইকোনো গ্রুপ ও জিকিউ গ্রুপের চেয়ারম্যান কাজী সালিমুল হক কামাল ঢাকা রেনাল্ড সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা।
তিনি ১৯৯৪ সনে মাগুরা-২ আসনের উপ নির্বাচন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।