আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

মাগুরায় প্রতিষ্ঠাবার্ষিকীতে জাসদ ছাত্রলীগের র‌্যালি-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় জাসদ ছাত্রলীগের উদ্যোগে বর্ণ্যাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র”-এই শ্লোগানে জাসদ ছাত্রলীগের নেতা কর্মীরা সকালে জেলা জাসদ কার্যালয়ে জড়ো হয়। পরে মাগুরা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ ও ছাত্রলীগের পতাকা নিয়ে র‌্যালি বের করে।

দলীয় ও জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য র‌্যালিটি শহরের ভায়না মোড়, ঢাকা রোড, চৌরঙ্গী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষ হওয়ার আগে বক্তব্য প্রদান করেন জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেরাজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদ ছাত্রলীগের সদস্য মেঘলা খোন্দকার, আইয়ুর আলী ইলিয়াস হোসেন, জাসদ ছাত্রলীগ আদর্শ কলেজ শাখার সভাপতি বিপ্লব মন্ডল আকাশ, সরকারি কলেজ শাখার সদস্য রাশেদুল ইসলাম, মোহাম্মদপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফখরুল ইসলামসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের ইতিহাস ঐতিহ্য কারো ফতোয়ায় চলবে না। ইতিহাস ঐতিহ্য নিয়ে যারা অন্ধ বিরোধিতা করবে তাদের সমুচিত জবাব দিতে হবে। জেলা জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান, সারাদেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরি, যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার দাবি তোলা হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তত্কালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। একাত্তরে ছাত্রলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে ঝ^াঁপিয়ে পড়েন। তকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগ দ্বিধাবিভক্ত হয়ে যায়। ৭২ সালের জুলাই মাসে আলাদা সম্মেলনের মধ্যে দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রপন্থী ছাত্রলীগ আত্মপ্রকাশ করে। গত ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology