আজ, শনিবার | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

মাগুরায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং নিহতদের মাগফেরাত কামনায় দোয়া

মাগুরা প্রতিদিন ডটকম : ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের বিচারের রায় কার্যকর করার দাবিতে শুক্রবার মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কন্ডু, সহ-সভাপতি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এড. বিরেন শিকদার, মুন্সি রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক এ. শাখারুল ইসলাম শাকিলসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

জেলার শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিগত জোট সরকারের আমলে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা গ্রেনেড হামলা করা হয়। এতে শেখ হাসিনা আহত হলেও প্রাণে বেঁচে যান। কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। গুরুতর আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। বঙ্গবন্ধু এভিনিউ সেদিন রক্তে লাল হয়ে গিয়েছিল। হতাহত নেতাকর্মীদের আর্তনাদ ও আকুতিতে সৃষ্টি হয়েছিল এক হৃদয়বিদারক দৃশ্যের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology