আজ, সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা

মাগুরায় ৫৮৭ টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে

কাশেমুর রহমান শ্রাবণ : দেবী দুর্গাকে স্বাগত জানাতে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মাগুরার মৃত্ শিল্পীরা।  আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উত্সব দুর্গাপূজা। তাইতো জেলার ঘরে ঘরে দেবী দুর্গার আগমনী বার্তা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন  মৃত্ শিল্পীরা। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মৃত্ শিল্পীদের ব্যস্ততা।

২২ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজা। মণ্ডপ থেকে মণ্ডপে বেজে ওঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। ৫ দিনের উত্সবের পর ২৬ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের পর ঘটবে এর সমাপ্তি। জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে কাঠামো নির্মাণের মূল কাজ ইতিমধ্যেই শেষ করেছেন শিল্পীরা। এখন বাকি রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ যৌবনা ফিরিয়ে আনার মূল কাজ। জেলায় এবছর ৫৮৭ টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভাসহ  সদর উপজেলায় ২১৫টি, শ্রীপুর উপজেলায় ১৩৪টি, মহম্মদপুর উপজেলায় ১১৪টি, শালিখা উপজেলায় ১২৪টি।

মৃত্ শিল্পী বিশ্বজিত রায় জানান, আমরা ৪ জন বরিশাল থেকে প্রতিমা তৈরির কাজ করতে এসেছি। এবছর আমরা ৯ টা মণ্ডপে কাজ করছি। প্রতি মণ্ডপে প্রতিমা তৈরিতে ৩০ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছে বলে জানান এই প্রতিমা শিল্পী।

মাগুরা জেলায় এ বছর ৫৮৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু।

তিনি আরও বলেন, সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মণ্ডপে সর্বাধিক সহযোগিতা করা হবে।

জেলা পুলিশ সুপার খান মহম্মদ রেজোয়ান পিপিএম বলেন, এবছর করোনা ভাইরাস কোভিড -১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে প্রতিটা মন্ডপে প্রবেশ করতে হবে। মাদক মুক্ত জীবনযাপন করা। নারী নিযাতন প্রতিরোধে সজাগ থাকতে হবে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ও নারী নিযাতনের প্রতি সজাগ দৃষ্টি থাকবে।

প্রতিটা মন্ডপে নারী পুরুষের জন্য আলাদা প্রবেশ পথ থাকবে। সেচ্ছাসেবক দল থাকবে। নিরাপত্তায় পুলিশের ১৭টি মোবাইল টিম সাবক্ষনিক পুজা মন্ডপের তদারকি করবে। এছাড়া শারদীয় দুর্গাপূজা নিবিঘ্নে করতে সব পূজা মন্দিরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology