মাগুরা প্রতিদিন : শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা কমপ্লেক্স পিএলসি সহ তটি কোম্পানীর শেয়ার দর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
অন্য দুটি কোম্পানী হচ্ছে মনোস্পুল বাংলাদেশ পিএলসি এবং ইনটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ -ডিএসই সোমবার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছে বলে জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে জানা গেছে,
ওই তিনটি কোম্পানীর শেয়ার দর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন চিত্র বিশ্লেষণ করে প্রত্যেকটির কাছে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। এর জবাবে মঙ্গলবার (২৬ আগস্ট) কোম্পানি তিনটি পৃথকভাবে জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার ভিত্তিতে শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়তে পারে।
মাগুরা কমপ্লেক্স পিএলসি ২৯ জুলাই শেয়ারদর ছিল ৮৭ টাকা ২০ পয়সা, যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ৪০ টাকায়। ২৫ টাকা ২০ পয়সা টাকা বা প্রায় ২৮.৯০% বেড়েছে দর।সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ২৪ আগস্ট (১৫ লাখ ৬৮ হাজার ১১২টি শেয়ার)। মঙ্গলবার লেনদেন হয়েছে ১১ লাখ ৪ হাজার ৭৮৩টি শেয়ার।
মনোস্পুল বাংলাদেশ পিএলসি ৭ জুলাই শেয়ার দর ছিল ৮১ টাকা ৯০ পয়সা টাকা, যা মঙ্গলবার বেড়ে হয়েছে ১১৯ টাকা। দর বেড়েছে ৩৭ টাকা ১০ পয়সা টাকা বা ৪৫.৩০%। সর্বোচ্চ লেনদেন হয়েছে গত রোববার (১১ লাখ ১১ হাজার ৮৪৩টি শেয়ার)। মঙ্গলবার লেনদেন হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৪৯৪টি।
ইনটেক লিমিটেড ১৭ আগস্ট শেয়ারদর ছিল ২০ টাকা ৯০ পয়সা, যা মঙ্গলবার বেড়ে হয়েছে ২৬ টাকা ২০ পয়সা। ৭ কার্যদিবসে ৫ টাকা ৩০ পয়সা বা ২৫.৩৬% দর বেড়েছে।সর্বোচ্চ লেনদেন হয়েছে গত রোববার (২৩ লাখ ৭০ হাজার ৬৮৫টি শেয়ার)। মঙ্গল লেনদেন হয়েছে ১২ লাখ ৬৫ হাজার ৪০৩টি শেয়ার।
তবে এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ সম্পর্কে কিছু জানা নেই বলে কোম্পানীগুলোর অভিমত।