মাগুরা প্রতিদিন : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় অভিযুক্ত মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে মাগুরা পৌর বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, রুবেল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সাবেক নেতা। তার নামে তিনটি মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। সোমবার রাতে তিনি ঢাকা থেকে পরিবহন যোগে মাগুরা ফিরছিলেন।