আজ, রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরা কাঁচাবাজারে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখে রেললাইন হবে-প্রেস সচিব মাগুরা পল্লী বিদ্যুত সমিতির গণছুটিতে যাওয়া কর্মচারির সংখ্যা বাড়ছেই মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ডাকসু-রাকসু নির্বাচনে লড়ছেন মাগুরার ৫ প্রার্থী মাগুরা পল্লী বিদ্যুতের আন্দোলনরত ২১৪ জন কাজে ফেরেনি মাগুরায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের এক লাখ টাকা জরিমানা মাগুরায় ঘুমন্ত স্বামীর ঘরে প্রথম স্ত্রীর দেয়া আগুনে ৩ জন দগ্ধ অপহৃত সন্তানকে ফিরে পেয়ে মাগুরা সেনাক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মিডিয়া ব্যাক্তিত্ব হাসান চৌধুরী কিরণের বাবার ইন্তেকাল

মাগুরা পল্লী বিদ্যুত সমিতির গণছুটিতে যাওয়া কর্মচারির সংখ্যা বাড়ছেই

মাগুরা প্রতিদিন : মাগুরায় পল্লী বিদ্যুত সমিতির গণছুটিতে থাকা ২৮৯ জন কর্মচারির মধ্য থেকে সোমবার মন্ত্রণালয়ের হুসিয়ারী পেয়ে ৭৫ জন কাজে যোগদান করলেও নতুন করে ২১ জন কর্মবিরতি শুরু করেছেন।

পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন জেলায় কর্মরত কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গণছুটি কর্মসূচি পালনের মাধ্যমে কর্মবিরতি চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে মাগুরার বিভিন্ন উপজেলা সমিতির আন্দোলনরত ২৮৯ জন কর্মচারীর মধ্যে ৭৫ জন মন্ত্রণালয়ের হুসিয়ারি পেয়ে সোমবার কাজে যোগদান করেন। কিন্তু একদিন পরই নতুন করে ২১ জন গণছুটিতে গেছে। এ নিয়ে মাগুরায় ২৩৫ জন গণছুটির কর্মসূচির আওতায় কর্মবিরতি পালন করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্দোলনকারীদের সোমবার বিকাল ৫টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হলে মাগুরার চার উপজেলা থেকে গণছুটির আবেদনকারীদের মধ্য থেকে ৭৫ জন যোগদান করেন। কিন্তু পরদিনই নতুন করে ২১ জন গণছুটি কর্মসূচিতে অংশ নিয়ে কর্মবিরতি শুরু করেছেন।

মাগুরা পল্লী বিদ্যুত সমিতির কর্মচারিদের সাথে আলাপকালে তারা জানান, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়। দাবি আদায়ে সবশেষ গত মে ও জুন মাসে শহীদ মিনারের ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয় হয়নি বলেই রবিবার থেকে নতুন করে গণছুটি কর্মসূচি হাতে নেয়া হয়।

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে তারা শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছেন বলে তারা জানান।

মাগুরা পল্লী বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে যারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology