মাগুরা প্রতিদিন : মাগুরায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মাসুদ হাসান খান কিজিল সভাপতি এবং মুন্সি আনজুম হাসান সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মাসুদ হাসান খান কিজিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ হোসেন পেয়েছেন ২৭১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনজুম হাসান সুমন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান খান ১৭৭ ভোট পান।
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে কাজী মাজহারুল হক উৎপল এবং ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উজ্জ্বল হোসাইন।
নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬৩৮ জন কাউন্সিলরের মধ্যে ৬৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক শাহজাহান মৃধা বাবলু।