মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শালিখা উপজেলার পাথরঘাটা মন্দির প্রাঙ্গণে ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিএনপি নেত্রী রুনা সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট।
সমাবেশে বক্তারা আগামী দিনের আন্দোলনে নারীদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।