আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৩৫


মাটি খুঁড়ে বের করা ‍অসুস্থ্য যুবকের চিকিৎসার দায়িত্ব নিলো বিএনপি

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার রাড়ীখালি গ্রামে কমিরুল (৩২) নামে এক যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পর মাটিচাপা দেওয়ার ঘটনায় জড়িত কাউকে চারদিন পরও পুলিশ গ্রেফতার করতে পারেনি।

মাটি খুঁড়ে বের করার পর গুরুতর অসুস্থ কমিরুলকে বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে।

হাসপাতালে চিকিৎসাধিন কমিরুলের স্বজরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে রাড়ীখালী উত্তরপাড়ার আকুব্বার মোল্যার ছেলে আবদুল্লাহ (৩৫) নিজেদের বাগান থেকে বাঁশ কাটতে সহযোগিতার কথা বলে কমিরুলকে ডেকে নিয়ে যায়। কিন্তু বাগানের মধ্যে নিয়ে গিয়ে আবদুল্লাহ গামছা দিয়ে কমিরুলের শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় সে অচেতন হয়ে পড়লে মারা গেছে ভেবে আবদুল্লাহ তাকে ওই বাঁশ বাগানের মধ্যে গর্ত খুড়ে মাটি চাপা দেয়। ঘটনাক্রমে ইবরাহিম শেখ নামে ওই গ্রামের একটি শিশু বাগানের মধ্যে ঘাস কাটতে গিয়ে ঘটনাটি দেখে ফেলে এলাকাবাসীকে জানায়। পরে তারা কমিরুলকে মাটি খুঁড়ে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

কমিরুলের অবস্থা এখনও শোচনীয়। হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনার দিন কমিরুলের কাছে জমি বিক্রি বাবদ থাকা প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে তারা জানান।

এদিকে খবর পেয়ে মাগুরা হাসপাতালে চিকিৎসাধিন গুরুতর অসুস্থ দরিদ্র পরিবারের সদস্য কমিরুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানা গেছে।

এদিকে ওই ঘটনার পর কমিরুলের বড় ভাই জামিরুল ২২ জুন রবিবার মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, মাটি চাপা দেওয়ার ঘটনায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হলেও মূল অভিযুক্ত আবদুল্লাহ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology