আজ, সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা

মুছে দিতে দেবো না তাঁদের বর্ণমালার অহংকার

-অনন্যা হক

ওঁরা চলে গেছে
বুকের মাঝে বাংলা ভাষা গেঁথে নিয়ে গেছে.
ওঁদের বুকের পঞ্জিভূত ক্ষোভ আর ঘৃণার
উদগীরণে রাজপথ রক্তাতো হয়েছিল একদিন.
ওঁরা নিজস্বতার গৌরবে মৃত্যুকে বরণ করেছে.
ওঁরা আমি.আমরা.ওরা সবাইকে ধারণ করেছে.
ওঁরা শূন্যের মাঝে বিলীন হয়ে সবার বুকে
বসত গড়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

ওঁরা চলে গেছে.
বাঙালির বুকে বাংলা ভাষার ফুল ফুটিয়েছে।
বাবা.মায়ের আহাজারি আর দীর্ঘশ্বাস বাতাসে
হাহাকার তুলেছে.সময় ছিল না ওদের হাতে
পেছন ফিরে তাকাবার.
ওঁরা ভালোবেসেছিল আমিত্বকে.মাকে.দেশকে।

কি দীপ্ত সে তেজ.কি মহিমা সে অহংকারে.কি
ভালবাসায় উজ্জীবিত তাঁদের আত্মা!
যে আবেগে রক্ত সাগর সাঁতরে ঝিনুক খুঁজে
মুক্তো তুলে ভাষার মালা পরিয়ে দিয়ে চলে গেছে।
এমন নজির এই পৃথিবীর কোথাও নেই.
রক্তিম সূর্যের দেশ.এই বাংলাদেশেই জন্মেছে তাঁরা।

 

ওঁরা চলে গেছে.
বীরের মতো মৃত্যুর দিকে হেঁটে চলে গেছে.
যেন না হয় তাঁরা শুধু কবিতার কথা.
যেন না হয় তাঁরা শুধু গানের কথা.
যেন না করি তাঁদের শুধু পুষ্পদানে নিছক পুলকিত.
যেন আমাদের অপসংস্কৃতির জোয়ারে ভেসে না
যায় তাঁদের মহান সে আত্মত্যাগ.
তাঁদের চেতনার প্রজ্জ্বলিত শিখা জ্বলে থাক.
মিশে থাক আমাদের অন্তরাত্মায়।

মা বসে থাকে ঘরের দাওয়াই.ফিরে আসেনি সন্তান.
বাবা জীর্ণ শরীরে পথ হাঁটে.দীর্ঘশ্বাসে বুক ভারি হয়.
বোন জানালায় তাকিয়ে অলস দুপুরে চেয়ে থাকে
পথের দিকে.হাহাকারে বুক ভাঙে.ফিরবে না ভাই.
হাসবে না কোনদিন.করবে না খুনসুটি.
উঠোনের মাটিতে পড়বে না পায়ের চিহ্ন.
যে পদচিহ্ন রক্তে রঞ্জিত করে রেখেছে আজও
বাংলার রাজপথ.
তাঁরা বলবে না আর কথা.
বলবে না কথা বাংলায়।

তবুও আজ সবাই বাংলায় কথা কয়.
বীরের মতো সাহসী দামাল ছেলেরা মৃত্যুকে বরণ
করে আঙিনা ভরে ফুল ফুটিয়ে দিয়ে গেছে।
সে ফুলের রঙ তেমনই আছে.
আজ কৃষ্ণচূড়ায় রক্তের লাল.
পলাশ.শিমুলে চেতনার রঙ.
কোকিলের ডাকে বিরহের সুর.
ওরা বসন্তের মাঝে বিলীন হয়েছে।
ওঁরা ফুল হয়ে ফুটে আছে দেশের মাটিতে।

তাই তো ফুল থাক.কাঁটা থাক সে আমার দেশ.
কাদা থাক.মাটি থাক সে আমার দেশ.
নদী থাক চর থাক সে আমার দেশ.
ঝোপঝাড় জঙ্গল থাক সে আমার দেশ.
সুখ থাক দুঃখ থাক সে আমার দেশ.
হাসি আর কান্না মিশে সে আমার দেশ।

আজ হোক আমাদের চিরন্তন শপথ.
কখনও ফিকে হতে দেবো না রক্তের রঙ.
কখনও ভেঙে যেতে দেবো না তাঁদের সে স্বপ্ন.
কখনও মুছে দিতে দেবো না তাঁদের বর্ণমালার অহংকার.
আমরা বাঙালি.
ভালোবাসি বাঙালি জাতীয়তাবাদ.
ভালোবাসি এই বাংলাদেশ.
ভালোবাসি বাংলা ভাষা.
বাংলা ভাষায় কথা বলে আমরা এক
গর্বিত জাতি!

অনন্যা হক

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology