আজ, সোমবার | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৮:৫২


শালিখার কানুদার খাল পরিস্কার ও মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা প্রতিদিন : প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষায় শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শালিখা উপজেলার কানুদার খালের প্রায় দেড় কিলোমিটার এলাকার কচুরিপানা পরিস্কার পরিস্কার করে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সরদার ফারুক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, শালিখা উপজেলার প্রাচীন এ কানুদার খালে পূর্বে দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। এই খালের মাছ বিক্রি থেকেই এ অঞ্চলের জীবিকা নির্বাহ হতো। খালটির দু’ধারের প্রায় দুই কিলোমিটার এলাকায় ছিন্নমুল, গরীব অসহায় মানুষ বাস করছে। এখানকার পরিবেশ রক্ষায় ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে খালের দু’ধারে প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology