মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরুল বিশ্বাস নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মিরুল বিশ্বাস ওই গ্রামের আব্দুল হাই বিশ্বাসের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিরুল বিশ্বাস শনিবার রাত নয়টার দিকে নিজ ঘরে বিদ্যুতের সুইচ বোর্ডে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটিনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।