মাগুরা প্রতিদিন : অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার বড়বিলায় একটি কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ জরিমানা করেন।
অভিযুক্ত কারখানার মালিক আবদুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদাহ গ্রামের বাসিন্দা।
দীর্ঘিদিন ধরে তিনি অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে কৃষিজমি ও পরিবেশের ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার অভিযান চালিয়ে কারখানাটি উচ্ছেদ করা হয়।
এ সময় কারখানা মালিককে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫/১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।