মাগুরা প্রতিদিন : তানজিয়া জামান মিথিলা। মাগুরার মেয়ে এই মিথিলা এখন মিস ইউনিভার্সের মঞ্চে। তার নামের সাথে এখই শুধু নিজ জেলা নয়; পুরো বাংলাদেশের বাম জড়িয়ে আছে।
মিথিলা জিতে গেলে কী হবে?
হয়তো বিশ্বের আলোচনায় আরও একবার উঠে আসবে আমাদের দেশ।
কিন্তু হেরে গেলে?
তখন সবাই বলবে—বাংলাদেশের মেয়ে নিজের যোগ্যতায় এগিয়ে ছিল, কিন্তু শেষ মুহূর্তে হোঁচট খেল আমাদের উদাসীনতা, আমাদের ঈর্ষা আর আমাদের সমর্থনের অভাবে।
ভাবুন তো—
এই মুহূর্তের স্ট্যান্ডিংয়ে আটটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরির মধ্যে চারটিতেই মিথিলা টপে!
যেখানে অনেক প্রতিযোগী একটি ক্যাটাগরিতেও লিড নিতে পারেনি, সেখানে আমাদের মেয়েটি চার চারটি ক্যাটাগরিতে শীর্ষে!
অর্থাৎ নিজের জায়গা থেকে সে যতটা করার ছিল, সব করেছে—বরং তার চেয়েও বেশি।
এখন একটাই বাধা বাকি—আমাদের ভোট।
আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে হয়তো আরেকবার প্রমাণ হবে—আমাদের সম্ভাবনা অনেক, কিন্তু আমরা তা ধরে রাখতে পারি না।
কিন্তু যদি এখনই ভোট করি—
তাহলে প্রমাণ হবে বাংলাদেশ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন জিততেও জানে।
🌟 মিথিলাকে ভোট করুন। দেশের জন্য ভোট করুন। সম্ভাবনার জয়ে ভোট করুন। 🌟
#MissUniverse
#missuniversebangladesh
🌟