আজ, বুধবার | ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:২৩

ব্রেকিং নিউজ :
জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

সাংবাদিকদের বাঁধা দিলে ব্যবস্থা নেয়া হবে-নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

মাগুরা প্রতিদিন : নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে গণমাধ্যমের কর্মীরা কোনো প্রকার বাঁধার সম্মুখিন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো: আহসান হাবিব খান।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থী এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহম্মাদ আবু নাসের বেগের সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা এ মতবিনিময় সভায় তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নানা দিক নির্দেশনা দেয়া হয়। অন্যদিকে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের সহায়তা চেয়ে বক্তব্য দেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশন সাংবাদিকদের ক্যামেরার মধ্য দিয়ে সবকিছু দেখতে চায়। কিন্তু সাংবাদিকেরা বাঁধা পেলে সেটি হতে পারে না। বিধায় কোনো কেন্দ্রে সাংবাদিকরা বাঁধা পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করবেন। প্রয়োজনে ভোটকেন্দ্রে প্রবেশের সময় ক্যামেরা সাথে রাখবেন। যে বাঁধা দেবে সেই আমাদের টার্গেট। নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

ভোটের দিনে নির্বাচন বিরোধী কোনো পক্ষের অপতৎপরতা রোধের প্রশ্নে নির্বাচন কমিশনার সবক্ষেত্রে সাংবাদিকদের সজাক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে পরে র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত টহল থাকবে। কোনো পক্ষ এমন কিছু করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে পড়বে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology