 
								
                            
                       
মাগুরা প্রতিদিন : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মাগুরার প্রাক্তন পুলিশ সুপার বর্তমান ডিআইজি এহসানউল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
পুলিশের একটি সূত্রে জানা যায়, গত বছর সরকার পরিবর্তনের পর বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানউল্লাহ’র বিরুদ্ধে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আটক করা হতে পারেন এমন একটি খবর প্রকাশের পর বুধবার সকালের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহী জুড়ে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এহসানউল্লাহ মাগুরা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। সে সময় তিনি জেলা শহর সহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজার পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনে ইতিবাচক ভূমিকা রাখেন এবং সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা অর্জন করেন।