মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার সিমাখালি বাজারে জেলা পরিষদের জায়গায় নির্মিত মার্কেটের ৩৬টি দোকান লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের উপস্থিতিতে এবং ৭০-৮০ জন আবেদনকারীদের সামনে লটারির কার্যক্রম সম্পন্ন করা হয়।এর আগে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত ২০৫ জন আবেদনকারীর তথ্য যাচাই বাছাই শেষে লটারির আয়োজন করা হয়।
মাগুরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ জানান, কোনো ধরনের হট্টগোল বা অভিযোগ ছাড়াই উৎসবমুখর পরিবেশে বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।