মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলার বুধইরপাড়া গ্রাম থেকে তাজলিন (১২) নামে একটি প্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের লাল মিয়ার ছেলে।
শিশুটির চাচা ফারুক হোসেন জানান, ২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের বাড়ি থেকে সে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। শিশুটির কোন সন্ধ্যান পাওয়া গেলে 01740-544056 নম্বরে যোগাযোগের জন্যে অনুরোধ করেছেন ফারুক হোসেন।