নিজস্ব প্রতিবেদক : মাগুরাবাসিকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য এবং মাগুরার জনপ্রিয় অনলাইন মাগুরা প্রতিদিন ডটকম পত্রিকার প্রকাশক জাহিদুল আলম।
করোনাভাইরাস মহামারির সকল দূর্ভোগ কাটিয়ে ঈদের দিনটিতে মাগুরাবাসির মধ্যে আনন্দ ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের দিন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত সমাজের প্রতিটি অসহায় দরিদ্র মানুষের দিকে সহযোগিতার হাতটি প্রসারিত রাখা।
তিনি বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে ঈদের আনন্দ অনেকের মধ্যেই অনুপস্থিত। তাই ঈদ উত্সব পালনের সাথে সাথে আমাদের অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
একই সাথে তিনি করোনা ভাইরাস আক্রান্ত প্রত্যেকটি মানুষের সুস্থ্যতা কামনা করেছেন।
সকলের সহযোগিতা এবং সচেতনায় আমরা এই মহামারির দিনগুলো কাটিয়ে সুন্দর ও সম্ভাবনাময় দেশ গঠনে নিজেদের আত্মনিয়োগ করতে পারবো বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।