মাগুরা প্রতিদিন ডেস্ক : কোলকাতার বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের পুজোর উদ্বোধন করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। কালী পুজো উদ্বোধন করার পাশাপাশি প্রতিমার সামনে আরতি করতে দেখা যায় সাকিবকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার আরেক ক্রিকেটার শিবশঙ্কর পাল।
বৃহস্পতিবার সকালে বেনাপোল পেরিয়ে গাড়ি করে কলকাতায় যান সাকিব। তাঁর আসার কারণে এদিন সীমান্তে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছিল।
কালীপুজো উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের হাতে কলকাতার রসগোল্লা ছাড়াও স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধির মূর্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। তথ্য নিউজ ১৮.কম মিডিয়ার।
দর্শকের অনুরোধে ব্যাট হাতেও একবার দেখা যায় সাকিবকে। বিধায়ক পরেশ পালের সঙ্গে মঞ্চে ক্রিকেট খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সদ্য নির্বাসন থেকে মুক্তি পাওয়া সাকিব ক্রিকেট নিয়ে কোনও কথা বলতে নারাজ। তবে প্রিয় কলকাতা শহর নিয়ে আবেগতাড়িত এই অলরাউন্ডার।
সাকিব জানান, “কলকাতা বরাবর প্রিয় শহর। নিজের ঘরের মতো মনে হয়।ক্রিকেট খেলার জন্য আগে অনেকবার আসলেও এরকম উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবার। মানুষের আবেগ, ভালোবাসায় আমি মুগ্ধ।”
গত মাসেই এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও দুর্নীতি দমন শাখায় না জানানোর অপরাধে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব।
২৯ অক্টোবর তাঁর সাসপেনশন উঠে যায়। নির্বাসনের সময়কালে সম্পূর্ণ ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তার পরই অনুশীলনের নামতে দেখা যায় এই মুহূর্তে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডারকে।