আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৮


মাগুরায় রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলার দাফন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা মোল্যার মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার বাদ আছর শহরের মোল্যাপাড়ায় নামাজে জানাযার আগে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।  পরে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় সালাম শেষে সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা। জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা আবদুল মোমিন।

মরহুমের নামাজে জানাযায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের মুসল্লিরা অংশ নেন।

নামাজ জানাযা শেষে মরহুমকে মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা মোল্যা শনিবার সকালে সাড়ে ৬টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি ও অনুসারি রেখে গেছেন ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology