আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:২০

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

মাগুরার ‍রুহাত ডেইরি ফার্মের চোরাই গরুসহ ৮ জনকে আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিচারপতি’র বাড়ি থেকে দ্বিতীয় দফায় চুরি হওয়া ৩টি গরুসহ চুরির সঙ্গে জড়িতদের শুক্রবার মাগুরা সদর থানা পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, ১৫ জুন রাতে বিচারপতি খায়রুল আলম পিকুলের চাচা মিজানুর রহমান চপল পরিচালিত রুহাত ডেইরি ফার্ম থেকে ৩টি গরু চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে পনের দিনের চেষ্টায় চুরির ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে বাগেরহাটের কাটাখালি গ্রামের ইমদাদুল, লখপুর গ্রামের ইসমাইল হোসেন রিপু, খুলনার দক্ষিণ জয়পুর গ্রামের রাজিব গাজি, কোলা পাটগাতি গ্রামের রাব্বি হোসেন রাসেল ওরফে রুবেল, গোপালগঞ্জের চরমানিকদি গ্রামের শামছু শেখ, খুলনার পাতিভিটা গ্রামের গোলাম রসূল ফকির, গোপালগঞ্জের বহ্নি গ্রামের বায়েজ আলি রফিক এবং সিলনা গ্রামের বিধান উঝা।

চুরি ডাকাতি, হত্যা রাহাজানি সহ বিভিন্ন ঘটনায় জড়িত এসব আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হয়ে যাওয়া ওই তিনটি গরু শুক্রবার ভোরে গোপালগঞ্জ থেকে উদ্ধার করা হয়। পরে দুপুরে সদর থানায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, তারেক আল মেহেদি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ এই চোরচক্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে নানা ধরণের চুরি ডাকাতি করে আসছিল। নানা ধরণের অপরাধের সাথেও তারা জড়িত।

ঘটনার দিন তারা একাধিক পানির ড্রাম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো একটি ট্রাকে করে গরুগুলি চুরির পর মাগুরা থেকে নির্বিঘ্নে সরে পড়ে।

মাত্র ৫-৬ মিনিট সময় ব্যয় করে তারা এই চুরিটি সম্পন্ন করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরকেও আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের মে মাসের দিকে একই ফার্ম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়ে যায়। পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর ওই গরুগুলোও উদ্ধার করতে সক্ষম হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology