মাগুরা প্রতিদিন ডটকম : সরকারের গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এএন কামাল উদ্দিন মোস্তফা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কামাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক, হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বরইচারা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোটভাই দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিহুল আজম জানিয়েছেন।