আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৫


মহম্মদপুরে নদীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শ্বে থানা সংলগ্ন মধুমতি নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। 

 পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে মধুমতি নদীর ওই এলাকায় গিয়ে ভাসমান গলিত মরদেহ ভেসে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে মহম্মদপুরটি দেখতে পায়। পরে খবর পেয়ে মাগুরা সিআইডি, ঝিনাইদহ থেকে পিবিআই ও নড়াইল থেকে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম বলেন, মরদেহটির শুধু কোমরের নিচের অংশ গলিত অবস্থায় পাওয়া গিয়েছে দেহের উপরের অংশ একেবারে গলে খসে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মারদেহটি অন্তত একমাস পূর্বে দুরের কোনো এলাকা থেকে ভেসে আসছে বলে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology