মাগুরা প্রতিদিন : নাড়ির টানে ছুটে এলেন পারনান্দুয়ালী গ্রামে জন্ম নেওয়া এদেশের একজন কৃতি সন্তান দেশ গড়ার রূপকার সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মজিদুল হকের কন্যা ডাঃ সিমিন এ মজিদ অঞ্জু।
৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে শহরের পারনান্দুয়ালী গ্রামে ওয়াজেদা আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করেন মাগুরা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকাবাসী।
মাগুরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আহম্মদ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সিমিন এ মজিদ।
তিনি বলেন, আমার বাবা বিএনপির সাবেক মন্ত্রী এম মজিদুল হক। এই মাটিতে এবং এই গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি। মাগুরার মানুষের জন্যে তিনি কাজ করেছেন। আগামীতে যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, সুখে দুখে এক সাথে থাকতে পারি সে লক্ষ্য নিয়েই বিবেকের তাড়নায় আপনাদের কাছে ছুটে এসেছি। আমার চেষ্টা থাকবে আমার বাবার যে সমস্ত কাজ অসম্পন্ন রয়ে গেছে সেগুলো সম্পন্ন করব এবং একটি সুখী সমৃদ্ধশীল মাগুরা জেলা গড়ে তুলব।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, মুন্সি মনজুরুল হাসান পিংকু, মাগুরা ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি আলী তারেক, বিএনপি নেতা আলী আফজাল মুরাদ, প্রয়াত মন্ত্রী মজিদ উল হকের ভাতিজা কর্নেল সাব্বির আহমেদ রনি, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম উর্মি, জেলা যুবদল সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তিতাস, শ্রমিক দলের সভাপতি আবদুর রশিদ সহ আরো অনেকে।