মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। অজ্ঞাত দুষ্কৃতকারীরা এ আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে নদীর পাড়ের সরকারি জমি থেকে গাছ কাটতে যায় বলে জানা গেছে।
মাগুরা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ২০-২৫ জনের একটি দল বৃহস্পতিবার রাতে সারঙ্গদিয়া হাটের পাশের সরকারি জমি থেকে গাছ কাটার চেষ্টা করছিল। খবর পেয়ে মাগুরা সদর আর্মি ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে রাতের টহল দলটি সেখানে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশী পাইপ গান, একটি পাইপ গানের অতিরিক্ত ব্যারেল, দুটি করাত, একটি কুড়াল, চারটি দা, দুটি ভ্যানগাড়ি সহ গাছ কাটার অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনার উদধারকৃত আগ্নোয়াস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।