আজ, মঙ্গলবার | ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬


মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার

মাগুরা প্রতিদিন: ছেলের ঘরে ঢুকে তার শিশু শ্যালিকাকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় হিটু শেখ (৪২) সহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ধর্ষণের শিকার শিশুটির মা।

শনিবার দুপুরে মাগুরা থানায় দায়েরকৃত মামলার অপর আসামীরা হচ্ছেন, শিশুটির বোন জামাই সজিব (১৮), সজিবের বড় ভাই রাতুল (২০) এবং সজিবের মা জাহেদা ৪৫)। পুলিশ ইতোমধ্যেই ওই চার আসামীকেই গ্রেফতার করেছে।

থানায় দায়েরকৃত মামলার সূত্রে ধরে পুলিশ জানায়, গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরে শিশুটি। এর কয়েকদিন আগে সে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে সে। ঘটনার রাতে শিশুটি বোনের বসত ঘরে তার সাথেই ঘুমিয়ে ছিলেন। কিন্তু রাত দেড়টার দিকে বোন জামাই সজিব ঘরের দরোজা খুলে দিলে সজিবের বাবা হিটু শেখ ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে নিজ কক্ষে নিয়ে যায়। সেখানে সে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সে চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে রাত আড়াইটার দিকে শিশুটির বোন ঘুম ভেঙ্গে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে।  এ ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করে ওই শিশুটি এবং তার বোনকে হিটু শেখের ঘরের আটকে রাখা হয়। কিন্তু সকালে শিশুটির কাতর চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশিদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ধর্ষণের শিকার মেয়েটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পর অবস্থার উ্ন্নতি না হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থা শঙ্কাজনক।

মামলার বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, পরিবারের সদস্যরা শিশুটির চিকিৎসার জন্যে ঢাকায় ব্যস্ত ছিলো। তারপরও প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই এজাহারভূক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology