মাগুরা প্রতিদিন : মাগুরায় অনির্বাণ সেবা সংসদ-অসেস এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষ্যে মাগুরা পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি ওয়ালিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটিতে মো. ওয়ালিউজ্জামাকে সভাপতি, মোঃ ফসিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া তরুণ কুমার বৈদ্যকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে সহ সাধারণ সম্পাদক, কাজী মৌটুসীকে সাংগঠনিক সম্পাদক, সালমা খাতুনকে অর্থ সম্পাদক এবং মোঃ নবীরুজ্জামান, শিরিন ও মোঃ পলাশ হোসেনকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।
কমিটি গঠন শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।