মাগুরা প্রতিদিন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মাগুরায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩১ মে শনিবার সন্ধ্যায় মাগুরা অডিটোরিয়ামে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজন এবং সংস্কৃতিপ্রেমী নাগরিকবৃন্দের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতিতে বাংলা সাহিত্যের প্রধান দুই ব্যক্তিত্বের সাহিত্যকর্ম, দেশপ্রেম এবং সমাজচেতনার উপর আলোকপাত করে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।