মাগুরার শ্রীপুর উপজেলায় গোপন অভিযানে ইয়াবাসহ মুরসালিন রাব্বী ওরফে বাবু নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাউজিয়াল গ্রামের মাঠে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া বাবু ওই গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত এবং একাধিক মাদক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
শ্রীপুর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল-২, এসআই সালাউদ্দিন, এসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল ছদ্মবেশে মাঠে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশির সময় মানিব্যাগে লুকিয়ে রাখা তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ অভিযানে তাকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশের এমন সাহসী ও গোপন অভিযানের প্রশংসা করছেন এবং মাদক নির্মূলে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।