মাগুরা প্রতিদিন : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসস।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাসাস মাগুরা জেলা শাখার আহ্বায়ক এড কাজী সিরাজউদ্দিন মিহির, সদস্য সচিব এম ফেরদৌস রেজা।
মানববন্ধন সমাবেশে বিএনপি, শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।