আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:১২


মাগুয়ায় আছিয়ার পরিবারকে ঘর ও গাভী দিলো জামায়াত

মাগুরা প্রতিদিন : মাগুরায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলোচিত আছিয়া খাতুনের বাড়ীতে ঘর ও গাভী আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমির এমবি বাকের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অসহয়ায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন।

তিনি বলেন, আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থীক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুর সহ দুটি গাভী দেয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং দেয়া হয়েছে চিকিৎসা সহায়তা। এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

এদিকে ঘর এবং গাভী পেয়ে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা বেগম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology