আজ, শনিবার | ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৯:০৬


মাগুরায় শিবিরের পক্ষ থেকে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাগুরা প্রতিদিন : ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জি পি এ-৫ প্রাপ্ত ৬ শত ৬৭ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির।

রবিবার সকালে মাগুরা অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ।

মাগুরা জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাগুরা – ২ আসনের জামায়াতে ইসলামীরম মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের ও সাবেক জেলা আমীর এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রীর্থী আলহাজ্ব আব্দুল মতিন।

শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলীমুজ্জান, মাগুরা শহর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সাবেক জেলা সভাপতি মাওলানা মারুফ কারখী।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, ফরহাদ হুসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম।

শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ রাফী, রাইয়ান জামান জারিফ, ফাতেমাতুজ্জোহরা, পুজা সাহা সহ অন্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology