মাগুরা প্রতিদিন : মাগুরায় সদরের ভাবনহাটির ঢাল এলাকায় বাস ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দীনবন্ধু বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাবনহটির ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটির একটি চাকা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়লে বাসটির সঙ্গে সংঘর্ষে হয়। দুর্ঘটনায় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দীনবন্ধু বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। দীনবন্ধু বিশ্বাসের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়।