মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার সোনাকুড় গ্রাম থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তিটি মারা গেছেন
বুধবার রাতে এলাকাবাসী উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড় গ্রামে ইবাদতের চায়ের দোকানে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী ওই ব্যক্তিটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত ১২টার দিকে হাজরাহাটি ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারের পর শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।
পিবিআই এবং সিআইডি তার পরিচয় সনাক্তের কাজ করছে বলেও তিনি জানান।