মাগুরা প্রতিদিন : আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মাগুরা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মাগুরার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিনি মাগুরায় যোগদানের পর সোমবার সকালে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
একযোগে সারাদেশের পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়ায় ফেনি জেলায় কর্মরত মো. হাবিবুর রহমানকে মাগুরা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। ২৯ নভেম্বর মাগুরায় যোগদানের পর তিনি সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যাতে অবাধ হয় এবং নির্বাচনী পরিবেশ ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাগুরা পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্ব, সততা এবং দক্ষতার মধ্য দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতে চাই। জেলাকে মাদকমুক্ত রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চালানো হবে। এসব কাজ পরিচালনায় রাজনৈতিক দল এবং সুধি সমাজের সহযোগিতাও অপরিহার্য। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে মাগুরা জেলাকে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
মতবিনিময় সভায় মাগুরার অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার মিরাজুল ইসলাম, শাহ শিবলী সাদিক, পুলিশ পরিদর্শক ডিআইও-১ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন।