আজ, শুক্রবার | ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৫

ব্রেকিং নিউজ :
শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার মাগুরায় দাড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি নারী মিছিল জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া

মাগুরায় বিজয় দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

সকালে শহরের নোমানি ময়দানে অবস্থিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সকাল ৯টায় মাগুরা জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুপুরে নোমানি ময়দানে তিনদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান ও সিভিল সার্জন ডা. শামীম কবির।

বিজয় মেলায় মোট ৩০টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। কুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধকুলি ও পাকান পিঠাসহ নানা স্বাদের পিঠায় মেতেছেন দর্শনার্থীরা। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তাদের তৈরি খাদ্যসামগ্রীও মেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

এছাড়াও মেলায় দেশীয় শাড়ি, মাটির পাত্র, গুড়, পাটালি সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জনসেবার অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের স্টল এবং জেলা স্কাউটসের স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা শেষে অংশগ্রহণকারী ৩০টি স্টলের মধ্য থেকে বিভিন্ন সংগঠন ও দোকানের তিনজনকে সেরা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।

মাগুরার অন্যান্য উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরেও ‍উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology