মাগুরা প্রতিদিন : মাগুরায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
সকালে শহরের নোমানি ময়দানে অবস্থিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর সকাল ৯টায় মাগুরা জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দুপুরে নোমানি ময়দানে তিনদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান ও সিভিল সার্জন ডা. শামীম কবির।
বিজয় মেলায় মোট ৩০টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। কুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধকুলি ও পাকান পিঠাসহ নানা স্বাদের পিঠায় মেতেছেন দর্শনার্থীরা। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তাদের তৈরি খাদ্যসামগ্রীও মেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।
এছাড়াও মেলায় দেশীয় শাড়ি, মাটির পাত্র, গুড়, পাটালি সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জনসেবার অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের স্টল এবং জেলা স্কাউটসের স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা শেষে অংশগ্রহণকারী ৩০টি স্টলের মধ্য থেকে বিভিন্ন সংগঠন ও দোকানের তিনজনকে সেরা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।
মাগুরার অন্যান্য উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।