মাগুরা প্রতিদিন : মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় মাগুরা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি অনন্য নাম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে কারাবরণ করতে হয়েছে। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি গণতন্ত্র ও দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগী নেত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।