আজ, বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৯:২৯

ব্রেকিং নিউজ :
বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা

শেষ হলো মাগুরার সপ্তাহব্যাপী বই মেলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার প্রয়াত কবি বিএমএ হালিমের পরিবারকে সম্মাননা, আলোচনা এবং লালন সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হলো মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বই মেলা।

কবিতা, গান, সঙ্গীত ছাড়াও সাহিত্য নির্ভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৭ দিন জমজমাট আসর জমে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে।

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ মার্চ মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মেলার ১৫টি স্টলে স্থানীয় লেখক সাহিত্যিকদের প্রকাশিত বইয়ের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন লেখকদের বই বিক্রয় ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে জেলার সাহিত্যপ্রেমিদের মিলন মেলা ঘটে গ্রন্থাগার চত্ত্বরে।

শনিবার বই মেলার সমাপনী দিনে গ্রন্থাগার চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে দুটি পর্বের আয়োজন করা হয়। সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রথম পর্বে মাগুরার প্রয়াত কবি বিএমএ হালিমের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাগুরার নবগঙ্গা সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শ্রষ্টা খ্যাতিমান এই ব্যক্তিত্বের সাহিত্য কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহি আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, প্রেসক্লাব সম্পাদক শামিম খান, ডাক্তার কাজী তাসুকুজ্জামান প্রমুখ বক্তারা।

জীবদ্দশায় ২০০৬ সলে নিজের মৃত্যু ভাবনা নিয়ে বিএমএ হালিমের লেখা কবিতা আবৃত্তি করেন তার জ্যেষ্ঠ পূত্র আবৃত্তিকার বিএম সুজন।

স্মরণসভা শেষে  প্রয়াত কবি’র পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বই মেলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী আয়োজিত এই মিলনমেলার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology