আজ, মঙ্গলবার | ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরার বড়খড়ি গ্রামে কৃষককে কুপিয়ে হত্যা! দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় শালিখা মহম্মদপুর উপজেলার নির্বাচন নবীজীকে কটুক্তি: মাগুরার রামচন্দ্রপুর গ্রামে দুটি বাড়িতে আগুন-পুলিশের গুলিতে অর্ধশত আহত মাগুরার এমপি সাকিব আল হাসানের নামে জুয়ার ভূয়া বিজ্ঞাপন মাগুরায় ফিলিস্তিন সংহতি সমাবেশ শ্রীপুরে সমাজসেবা কার্যালয়ের অনুদানের অর্থ বিতরণ মাগুরার শ্রীপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের অন্তেস্টিক্রিয়া সম্পন্ন মহম্মদপুরে মসজিদ নির্মাণের টাকা আত্মসাতের ঘটনায় গ্রামে উত্তেজনা মাগুরায় অসহায় শিক্ষার্থীদের মধ্যে সরকারি অনুদান বিতরণ

বঙ্গমাতা ফুটবলে খুলনা বিভাগে সেরা মাগুরা জেলা

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের ফুটবলে দুর্বার গতিতে এগিয়ে চলেছে মাগুরা জেলা। এবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্ছো মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা) অনূর্ধব-১৭ ফুটবল প্রতিযোগিতায় খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আরও শক্তি প্রদর্শনে সমর্থ হয়েছে।

২৫ জুন শুক্রবার খুলনা স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে মেয়েদের বিভাগে সাতক্ষীরা জেলাকে ১-০ গোলে পরাজিত করে মাগুরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করে। ফাইনালে মাগুরা জেলার পক্ষে গোল করেন মুন্নী (মহেশেপুর, শ্রীপুর)। এর আগে গ্রæপের খেলায় মাগুরা ২-০ গোলে যশোর জেলা এবং সেমিফাইনালে খুলনা সিটিকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠে আসে। রিপা বিশ্বাসসহ অন্যান্যরা গোল করেন।

বিভাগীয় লড়াই-এ মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর এমপি।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জেলার খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে নিজ¯^ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি মেয়েদের সাফল্যে এডিসি (সার্বিক) জুলিয়া সুকায়না এবং জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসসহ অন্যান্যদের সহযোগিতার প্রশংসা করেছেন। মাগুরার মেয়ে ফুটবলারদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্ছো মুজিব অনূর্ধব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় খুবই খুশি হয়েছেন দলের কোচ প্রভাস রঞ্জন দেব জ্যোতি এবং ম্যানেজার মো. সহিদুল ইসলাম।

ম্যানেজার মো. সহিদুল ইসলাম বলেছেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, মাননীয় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ সবার সহযোগিতায় মেয়েরা অনন্য সাফল্য বয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এবার তাদের লক্ষ্য চূড়ান্ত প্রতিযোগিতায় ভালো ফলাফল করা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology