আজ, শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৯:২৩

ব্রেকিং নিউজ :

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা বন্ধ রাখায় জাসদের নিন্দা জ্ঞাপন

মাগুরা প্রতিদিন ডটকম : নিরাপত্তাহীনতার অজুহাতে মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা উদযাপন বন্ধ রাখার সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম।

বৃহস্পতিবার নিজ স্বাক্ষরিত তার দপ্তর প্রেরিত নিন্দা জ্ঞাপন পত্রে জাহিদ আলম উল্লেখ করেছেন, রাষ্ট্র-সরকার-প্রশাসনের দায়িত্ব সব ধর্মের মানুষের ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপনের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। অথচ নিরাপত্তাহীনতার ঝুঁকির অজুহাত দেখিয়ে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটি হলে তা রাষ্ট্র-সরকার-প্রশাসনের দুর্বলতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত হবে বলে তিনি উল্লেখ করেন।

যে কোনো মূল্যে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা ও উৎসব নিরাপদে আয়োজনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাসদ নেতা জাহিদ আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology