মাগুরা প্রতিদিন : চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ মাগুরার ১০ শহীদের স্মরণে সোমবার সকালে মাগুরায় বিএনপির উদ্যোগে শোক র্যালী, দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। পরে শহরের ঢাকা রোড স্লুইসগেট প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, হাসান ইমাম সুজা, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবদুর রহিম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সহ আরো অনেকে।