আজ, শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৯:৫১

ব্রেকিং নিউজ :
বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা!

জেএফএ কাপ বিজয়ী মাগুরা জেলা দলের মেয়েদের শ্রীপুরে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী মাগুরা জেলা ফুটবল দলের সদস্যদের শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মাগুরা জেলা প্রশাসক পত্নী প্রফেসর ড: মোছা: নাসরিন আক্তার।

শ্রীপুর উপজেলা নির্বাহি অফিসার লিউজা উল জান্নাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, শ্রীপুর উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাজমুন নাহার, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক পত্নী প্রফেসর ড: মোছা: নাসরিন আক্তার বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য মাগুরা জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা এবং বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া দলের সদস্যদের মাঝে ক্রেষ্ট ও ক্রিড়া সামগ্রী প্রদান করা হয়।

২০১৪ সালে মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন জ্যোতি বিদ্যালয়ের  মেয়েদের নিয়ে একটি দল গঠনা করেন। এবারের চ্যাম্পিয়ন দলের ১২ সদস্যের প্রত্যেকেই শ্রীপুর উপজেলার সন্তান। এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে দলের ৭ জন এখন চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়ে এবং বিকেএসপি লেখাপড়া করছে।

উল্লেখ্য, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাগুরার মেয়েরা রাজশাহী জেলা টিমকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology